সকল মেনু

পৈশাচিক নৃশংসতায় খুন এডেরের মা!

5_21430খেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : এখনও সপ্তাহ কাটেনি! তিনি পর্তুগালের জাতীয় নায়কের সম্মান পাচ্ছেন৷ তার পা দিয়েই রচনা হয়েছে পর্তুগিজ ফুটবলের নতুন ইতিহাস৷ গত রবিবার ফ্রান্সে তার গোলই পর্তুগালকে প্রথমবারের জন্য উপহার দিয়েছিল ইউরো কাপ। কিন্তু ২৮ বছরের এদেরজেও আন্তোনিও মাসেদো দে লোপেজ ছোটবেলা থেকে এক যন্ত্রণাবহন করে চলেছেন৷ আগামিদিনেও করবেন৷ রাতারাতি হিরো বনে যাওয়া এই পর্তুগিজ একটি সাক্ষাৎকারে শোনালেন তার জীবনের এক করুণ কাহিনি৷ যা শুনলে আপনার চোখেও পানি আসবে৷

জানালেন, তার সৎ মা-কে নৃশংসভাবে খুন করার অভিযোগে তার বাবা ফিলোমেনো আন্তোনিও লোপেজ ১৬ বছর ধরে জেল খাটছেন লন্ডনের একটি কারাগারে। তিনি বলেছেন, ‘আমার যখন ১২ বছর বয়স, তখন থেকে বাবা জেল খাটছেন। আমার সৎ মা খুন হয়েছিলন৷ এবং সেই খুনের অপরাধে তাকে অভিযুক্ত করা হয়। গত ১৬ বছর ধরে তিনি জেল খাটছেন।’

এরপরই সৎ মা ডমিঙ্গিয়াজ অলিভিয়াসকে খুনের ঘটনার ব্যাখ্যা করে এডের জানান, তার বাবার সন্দেহ ছিল যে, স্ত্রী ডমিঙ্গিয়াজ তার সঙ্গে প্রতারণা করেছেন। কিন্তু তার পরিণতি যে এত নৃশংস হতে পারে, তা ছিল কল্পনাতীত। এই হত্যামামলার রায় দিতে গিয়ে বিচারক জানিয়েছিলেন, ২০০২ সালের এপ্রিল মাসে ফিলোমেনো তার স্ত্রীকে প্রথমে মাথায় গাড়ির স্টিয়ারিংয়ের হুইল দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করেছিলেন। পরে ফাঁস দিয়ে তার শ্বাসরোধ করা হয়। ডমিঙ্গিয়াজের মৃত্যুর পর সেই দেহ নদীতে ছুড়ে ফেলে দিয়েছিলেন। বিচারকের মন্তব্য ছিল, কোনও নিরীহ মহিলাকে যে এত নির্মমভাবে খুন করা সম্ভব, তা ভাবাই যায় না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top