সকল মেনু

কুড়িগ্রামে ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন

indexডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: আগামী ১৬ জুলাই দেশব্যাপী ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন অফিসের হলরুমে জেলায় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডাঃ জয়নাল আবেদীন, ডিপুটি সিভিল সার্জন ডাঃ নাসরিন বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম জেলায় ’এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে সংবাদিকদের অবগত করেন। জেলার ৯ উপজেলাসহ ৩টি পৌরসভা এলাকায় আগামী ১৬ জুলাই ১ হাজার ৯শ ৪৯ টি কেন্দ্রের মাধ্যমে  ১২ থেকে ৫৯ মাস বয়সের ২লাখ ৭৯ হাজার ৯শ ৬৬ শিশুকে লাল রংয়ের ভিটামিন ’এ’ ক্যাপসুল (২ লক্ষ আই,ইউ) এবং ৬ থেকে ১১ মাস বয়সের ৩২ হাজার ৫৭ জন শিশুকে নীল রংয়ের ভিটামিন ’এ’ ক্যাপসুল (১লক্ষ আই, ইউ) খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইনে ৫ হাজার ৮শ ৪৭ জন মাঠকর্মী ও স্বেচ্ছা সেবক এবং ২শ ৮১জন সুপারভাইজার কাজ করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top