সকল মেনু

খালেদার নাইকো মামলা লিভ টু আপিল শুনানি ৩১ জুলাই

Khaleda91468144264নিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম : নাইকো দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে করা খালেদা জিয়ার আবেদনের শুনানি হবে ৩১ জুলাই।

রোববার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই দিন ধার্য করে আদেশ প্রদান করেন।

বিএনপি চেয়ারপারসনের পক্ষে করা আবেদন শুনে বিচারপতি ওই আদেশ দিয়ে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও জাকির হোসেন ভুইয়া। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তার বিরুদ্ধে তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলা দায়ের করে দুদক।

এই মামলায় সোমবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক রয়েছে।

এ বিষয়ে আইনজীবী খুরশীদ বলেন, ‘এ অবস্থায় শুনানি হতে আইনগত কোনো বাধা নেই। কেননা, কোনো স্থগিতাদেশ নেই।’

তবে এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী রাগীব রউফ বলেছেন, ‘দেশের সর্বোচ্চ আদালতে লিভ টু আপিল শুনানির জন্য দিন ধার্য আছে। এ অবস্থায় ১১ জুলাই নিম্ন আদালতে মামলাটি শুনানির অবকাশ নেই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top