সকল মেনু

‘বিচারকদের জঙ্গিদের জামিনে কঠোর হতে হবে’

anisul_hoque1468136165নিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম :  জঙ্গিদের জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারকদের প্রতি ‘কঠোর’ হওয়ার অনুরোধ জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বিভিন্ন জঙ্গি হামলায় গ্রেপ্তার ব্যক্তিরা জামিনে বেরিয়ে যাচ্ছে বলে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘আমি আবারও বলব, বিচার বিভাগ স্বাধীন। জামিনের হাত আমাদের না।’

তিনি বলেন, ‘সরকারের দিক থেকে বা নির্বাহী বিভাগের দিক থেকে আমরা যেটা করতে পারি, প্রসিকিউশন সার্ভিস যেটা আছে, তাদেরকে আমরা এসব মামলায় জামিন না দিতে বিচারকদের প্রতি অত্যন্ত দৃঢ়ভাবে তাদের যুক্তি-তর্ক রাখতে বলেছি এবং বলছি।’

আনিসুল হক বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতার ওপরে কোনো হস্তক্ষেপ না করে আমি শুধু এটুকু অনুরোধ করব, দেশ ও জাতি আমাদের সকলের। সেই দিকে লক্ষ রেখে, দেশের আইনশৃঙ্খলা রক্ষার একটা বিরাট দায়িত্ব কিন্তু বিচার বিভাগেরও। সেই দিকে লক্ষ রেখে বিচার বিভাগকে তার সুবিবেচনায় অত্যন্ত কঠিন হতে আমি আবেদন করব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top