সকল মেনু

মন্ত্রিসভা কমিটি বিশেষ বৈঠকে

 Ministry1468138796নিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ‘বিশেষ’ বৈঠকে বসেছে সরকারের আইনশৃঙ্খলা-সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি।

এক সপ্তাহের ব্যবধানে দেশে দুই দফা বড় ধরনের সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে শিল্প মন্ত্রী আমির হোসনে আমুর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ এ বৈঠক চলছে।

রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এতে ১২টি মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা উপস্থিত রয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

বৈঠকে উপস্থিত রয়েছেন- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিমান  ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম ও  নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

এ ছাড়া পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বৈঠকে অংশ নিচ্ছেন ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মন্ত্রিসভা কমিটির এই বৈঠক নিয়মিত বৈঠক নয়। দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই বিশেষ বৈঠক হচ্ছে।

প্রসঙ্গত, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে দেশের ইতিহাসে ভয়াবহতম জঙ্গি হামলা হয়। এতে খুন হন দেশি-বিদেশি ২০ নাগরিক। হামলাকারীদের ঠেকাতে গিয়ে দুই পুলিশও নিহত হন।

পরে কমান্ডো অভিযানে পাঁচ সন্দেহভাজন জঙ্গি নিহত এবং ১৩ জিম্মি উদ্ধার হন।

অন্যদিকে ৭ জুলাই ঈদের দিন সকালে শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের মাঠের কাছে আবারও সন্ত্রাসী হামলা হয়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর বোমা হামলা ও গুলিবর্ষণ করে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। সংঘর্ষে দুই পুলিশসহ মোট চারজন নিহত হন।

পুলিশ বলছে, এ দুটি হামলাতেই জেএমবির জঙ্গিরা জড়িত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top