সকল মেনু

ঈদে চাঙ্গা হচ্ছে বৈদেশিক মুদ্রার ‘অবৈধ’ বাণিজ্য

mudd-290x151হটনিউজ২৪বিডি.কম : পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় চাঙ্গা হয়ে ওঠেছে অবৈধ বৈদেশিক মুদ্রার বাণিজ্য। প্রতিদিন পৌরশহরের সুপার মার্কেটের বেশ কয়েকটি দোকানে অবৈধ বৈদেশিক মুদ্রার কয়েক লাখ টাকার বাণিজ্য হচ্ছে।

সবকিছু জেনেও প্রশাসনের বিরুদ্ধে নীরব ভূমিকায় থাকার অভিযোগ রয়েছে। এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব আর লাভবান হচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।

অভিযোগে জানা যায়, সুপার মার্কেটে বেশ কয়েকটি কাপড়ের দোকান ও ফার্মেসি রয়েছে যাদের মূল ব্যবসাই হলো অবৈধ বৈদেশিক মুদ্রা বেচা-কেনা। এর মধ্যে একটি ফার্মেসি, দুটি শাড়ি বিতান ও একটি ফ্যাশন হাউজ রয়েছে।

এসব দোকানিরা বিদেশ থেকে আসা যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রের ডলার, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতের দিনার, সৌদি আরবের রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রা কিনে সেগুলো সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে চড়া দামে বিক্রি করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top