সকল মেনু

সদরঘাটে যাত্রী নিরাপত্তায় ২৮‍টি সিসি ক্যামেরা

cccfgh-290x181হটনিউজ২৪বিডি.কম : আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রী নিরাপত্তা ও বিশৃঙ্খলা রোধের জন্য দেশের প্রধান নদীবন্দর সদরঘাট ও এর আশপাশে ১৪টি পয়েন্টে ২৮টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট ঈদ ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন।

তিনি বলেন, এবারের ঈদে যাত্রীদের বেশি নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর। যাত্রীদের স্বার্থে বিভিন্ন পয়েন্ট ২৮টি ক্লোস সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।

এ ছাড়া সদরঘাটে নৌপুলিশের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটনের পুলিশ, আনসার বিডিপি, র্যা ব-১০, বিএনসিসি ক্যাডেট ও স্বেচ্ছাসেবী নিযুক্ত করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top