সকল মেনু

এবার ইস্তাম্বুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা, নিহত ১০

2016_06_29_03_20_54_UHYidfGMPwU3ru0irOVSosUg170At0_originalইস্তাম্বুল থেকে, অাশরাফ হোসেন: তুরস্কের প্রধান বিমানবন্দর আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে এবার সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬০ জন।

স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে বিমানবন্দর টার্মিনালের প্রবেশ মুখে অস্ত্রধারী দুই সন্ত্রাসী গুলি বর্ষণ করে টার্মিনালে অবস্থানরত যাত্রী ও স্বজনদের উপর। পর মুহূর্তেই আক্রমণকারী নিজের গায়ে জড়ানো বোমার বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীদের জানায়, হামলাকারীদের নিষ্ক্রিয় করতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা গুলি ছুড়লে বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা।

নিহতদের পরিচয় সুস্পষ্ট না হলেও তারা যাত্রী ও বিমানবন্দর কর্মীই হবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ইস্তাম্বুল জেলা প্রশাসন। দ্রুততম সময়ে কমপক্ষে ৩০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে জরুরি সেবা দিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top