সকল মেনু

সোমবার জামায়াতের হরতাল

136838700525ebdস্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজটোয়েন্টিফোরবিডি.কম,ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের রায় ঘিরে সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সংগঠনটি।
রোববার দুপুর আড়াইটার দিকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।এদিন সকাল সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জানান, গোলাম আযমের মামলার রায় ঘোষণা করা হবে সোমবার।
প্রসঙ্গত, এর আগে জামায়াতের তিন নেতা কাদের মোল্লা, দেলাওয়ার হোসাইন সাঈদী ও মোহাম্মদ কামারুজ্জামানের রায়ের দিনও হরতাল দিয়েছিল মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী পাকিস্তানপ্রেমী এই দলটি।

স্বাধীনতাযুদ্ধে প্রত্যক্ষ ও সশস্ত্র বিরোধিতাকারী দল জামায়াতের দীর্ঘ দিনের আমির গোলাম আযমের রায়ের দিনও তাদের দল হরতাল দিল।এর আগে ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইবুনাল-২। রায়ের দিন হরতাল দেয় জামায়াত। রায়ের পরে আরো একদিন হরতাল দেয় তারা।এরপর ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির আদেশ দেয় ট্রাইব্যুনাল-১। সেদিনও হরতাল দেয় দলটি। এরপর সারা দেশে টানা দুইদিন হরতাল দেয়।
জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে ৯ মে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। সেদিন বিএনপি নেতৃত্বধীন ১৮ দলীয় জোটের হরতাল থাকায় আলাদা হরতাল দেয়নি জামায়াত। কিন্তু ১২ মে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় দলটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top