সকল মেনু

দুর্গাপুরে অটিস্টিক বিদ্যালয়’র ভিত্তি প্রস্তর স্থাপন

index বিজন কৃষ্ণ রায়,দুর্গাপুর(নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুরে সমাজে যারা প্রাকৃতিকভাবেই বুদ্ধিগত ও শারীরিক সমস্যা নিয়ে ক্রমাগত যুদ্ধ করে যাচ্ছে শুধু একটু বেচেঁ থাকার তাগিদে সেই লক্ষ্যে উপজেলার সাধুপাড়ায় দেশ বুদ্ধি প্রতিবন্ধী ও  অটিস্টিক বিদ্যালয় ভবন এর ১৯৮ তম শাখার ভিত্তি প্রস্তর স্থাপন ও সুইড বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার শুভ উদ্বোধন করা হয় শনিবার বিকেলে। উক্ত বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ও সুইড বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস । উদ্বোধন শেষে বিরিশিরি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির অডিটরিয়াম এ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, সুইড বাংলাদেশ এর মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন, যুগ্মসচিব ডাঃ অজন্তা রানী সাহা, চেয়ারম্যান উপজেলা পরিষদ দুর্গাপুর মোঃ এমদাদুল হক খাঁন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলা উদ্দিন আল আজাদ, সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ,পৌর মেয়র হাজী মাওলানা মোঃ আঃ ছালাম, দেশ চেয়ারম্যান জাহাঙ্গীর খাঁন বাবু, সুইড বাংলাদেশ দুর্গাপুর শাখার সভাপতি রঞ্জন দাস,পরিচালনা পর্ষদের সদস্য মোঃ আসাদুজ্জামান,মোঃ শামীম কবির, আঃ করিম প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top