সকল মেনু

পুলিশ কখনো ক্রসফায়ার করে না: ডিএমপি কমিশনার

20670_17360হটনিউজ২৪বিডি.কম : পুলিশের কাজ হচ্ছে আসামিদের ধরে আইনে সোপর্দ করা। পুলিশ কখনো ক্রসফায়ার করে না বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজরা যেন চাঁদাবাজি করতে না পারে সেজন্য কাজ করে আসছে পুলিশ। তারপরও কিছু কিছু জায়গায় এ ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। অথচ পুলিশ জনগণের জানমাল রক্ষার্থে সার্বক্ষণিক কাজ করছে। এ কাজ করতে গিয়ে আইনি কাঠামোর মধ্যে পুলিশ প্রয়োজনে গুলি করবে। সেক্ষেত্রে কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।

পরে আছাদুজ্জামান মিয়া গাবতলী বাসস্ট্যান্ড ঘুরে পরিবহন সংশিষ্ট এবং স্ট্যান্ডের লোকজনের সঙ্গে কথা বলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top