সকল মেনু

২০১৫-১৬ অর্থবছরে জিডিপি’র প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ: অর্থমন্ত্রী

4_15054হটনিউজ২৪বিডি.কম : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি’র প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭.০৫ শতাংশ।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী বিগত ২০১৪-’১৫ অর্থবছরে জিডিপি’র হার ছিল ৬ দশমিক ৫৫ শতাংশ।

তিনি বলেন, বিবিএস’র সাময়িক হিসাব অনুযায়ী ২০১৫-’১৬ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ৪৬৬ মার্কিন ডলারে উন্নীত হয়েছে যা গত ২০১৪-’১৫ অর্থবছরের জাতীয় আয় ১ হাজার ৩১৬ মার্কিন ডলার থেকে ১১ দশমিক ৪ শতাংশ বেশি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top