সকল মেনু

মোহাম্মদ আলী আর নেই

Ali1465015511 আন্তর্জাতিক ডেস্ক :  বক্সিংয়ের কিংবদন্তি মোহাম্মদ আলী আর নেই। স্থানীয় সময় শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এর আগে শ্বাসযন্ত্রের সমস্যার কারণে বৃহস্পতিবার অ্যারিজোনায় ফিনিক্সের একটি হাসপাতালে ভর্তি করা হয় মোহাম্মদ আলীকে। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, পারকিনসন রোগের কারণে ৭৪ বছরের এই কিংবদন্তির শ্বাসযন্ত্রের সমস্যা জটিল আকার ধারণ করে।

শুক্রবার বিকেলেই মোহাম্মদ আলীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বক্সিং ছেড়ে দেওয়ার পর ১৯৮৪ সাল থেকে পারকিনসন রোগে ভুগছিলেন মোহাম্মদ আলী। এ ছাড়া বেশ কয়েক বছর ধরে তার শারীরিক অবস্থারও অবনতি ঘটে। ২০১৪ সালের ডিসেম্বরে ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর ২০১৫ সালের জানুয়ারিতে মূত্রাশয়জনিত জটিলতায় চিকিৎসা করাতে হয় তাকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top