সকল মেনু

আগামী অর্থবছরের জন্য বাজেট অনুমোদ করেছে মন্ত্রিসভা

pm_13345হটনিউজ২৪বিডি.কম : জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট অনুমোদ করেছে মন্ত্রিসভা। এ বাজেট অনুমোদনের জন্য আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সংসদ ভবনের দ্বিতীয় তলায় কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক শুরু হয়। আজ বিকেল সাড়ে ৩টিায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সংসদে এ বাজেট উত্থাপন করবে। রীতি অনুযায়ী এ বাজে প্রস্তাব উপস্থাপনের আগে তা অনুমোদনের জন্য মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসেছিল। এদিকে সব আনুষ্ঠানিকতা শেষে বিকেল সাড়ে ৩ টায় জাতীয় সংসদে বাজেট প্রস্তাব পড়তে শুরু করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের এ মেয়াদের তৃতীয় বাজেটের আকার প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা হচ্ছে বলে আগেই জানিয়ে রেখেছেন অর্থমন্ত্রী।

বৈঠক সূত্রে জানা যায়, ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা, এডিপি ১ লাখ ১০ হাজার ২৬৪ কোটি টাকা। এতে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে- ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৭.২ শতাংশ। এবারের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ যোগাযোগ অবকাঠামো খাতে ২৮ হাজার ৫৫৪ কোটি টাকা। এবার নতুন ভ্যাট আইন পুরোপুরি কার্যকর হচ্ছে না, বহাল থাকছে প্যাকেজ ভ্যাট, করমুক্ত আয়সীমা ২ লাখ ২০ হাজারই থাকছে বলেও জানা গেছে।

নিয়মানুযায়ী প্রতিবছরই বাজেট পেশ করার আগে এখানেই মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক হয়। বৈঠকের পর মধ্যাহ্ন ভোজ করে অর্থমন্ত্রীকে সাথে নিয়ে সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার অনুমোদনের পর এ বাজেট প্রস্তাব রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য নেয়া হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ এ বাজেট উপস্থাপনের জন্য অনুমোদন করেন। তিনি আজ সংসদ ভবনের সপ্তম তলায় নিজের চেম্বারে অফিস করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top