সকল মেনু

কেনিয়ায় গারিসা বিশ্ববিদ্যালয়ে হামলার হোতা নিহত

Garcia_University1464796737আন্তর্জাতিক ॥ হটনিউজ২৪বিডি.কম : কেনিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, গারিসা বিশ্ববিদ্যালয়ে হামলার মূল হোতা পুলিশের অভিযানের সময় নিহত হয়েছে।

বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

২০১৫ সালের এপ্রিল মাসে গারিসা বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এ হামলা নিহত হয় ১৪৮ জন। সন্ত্রাসী হামলায় একসঙ্গে এত লোকের মৃত্যুতে কয়েক মাস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রাখা হয়।

কেনিয়া সরকার জানিয়েছে, ইতিহাসের জঘন্যতম এ হামলার নেপছে ছিল দুর্ধর্ষ সন্ত্রাসী মোহাম্মদ কানু। তাকে সন্ধানে গোপনে তৎপরতা চালিয়ে যাচ্ছিল সেদেশের নিরাপত্তা বাহিনী।

সোমালিয়ার আঞ্চলিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর কিসমায়োতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদ কানুদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় কানুসহ ১৬ জন নিহত হয়।

জঙ্গিগোষ্ঠী আল-শাবাব কেনিয়ায় সক্রিয় তৎপরতা চালায়। বেশ কয়েক বার তারা বেসামরিক লোকদের ওপর হামলা চালিয়েছে। কেনিয়ার একটি সুপার মার্কেটে ভয়ংকর হামলা চালায় তারা।

মোহাম্মদ কানু আল-শাবাবের জ্যেষ্ঠ সদস্য বলে চিহ্নিত হয়েছে। বুধবার অভিযানে নিহত আরো জন আল-শাবাবের জ্যেষ্ঠ সদস্য বলে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top