সকল মেনু

বায়োমেট্রিকে নিবন্ধনের পরও এয়ারটেল গ্রাহকদের সিম বন্ধ

0_13086হটনিউজ২৪বিডি.কম : বায়োমেট্রিকে সফলভাবে সিম নিবন্ধনের পরও এয়ারটেল গ্রাহকরা কল করতে পারছেন না বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন গ্রাহক। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর অনিবন্ধিত সব সিমের আউটগোয়িং কল বন্ধ হয়ে গেছে।

অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ জানান, তিনি বায়োমেট্রিক পদ্ধতিতে সফলভাবে সিম নিবন্ধন করেন। কিন্তু৩১ মে’র রাত ১২টার পর তার সিমটি বন্ধ হয়ে যায়। ফলে তিনি ফোনে যোগাযোগ করতে পাচ্ছেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ফার্মেসি বিভাগের ছাত্র তন্ময় চন্দ্র রায় জানান, তিনি সফলভাবে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করেছেন। কিন্তু ৩১ মে’র রাত ১২টার পর থেকে তার সিমটি বন্ধ হয়ে যায়।

শ্যামলীর শফিউল ইসলাম জানান, তিনি বায়োমেট্রিক পদ্ধতি সিম নিবন্ধনের পরও ৩১ মে’র রাত ১২টার পর তার সিমটি বন্ধ হয়ে যায়। এতে তিনি ক্ষুব্ধ প্রকাশ।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top