সকল মেনু

আপনার ব্যক্তিত্বের ধরন বলবে প্রোফাইল ছবি

১৬প্রযুক্তি ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ৩১ মে : টুইটারে দেয়া প্রোফাইল ছবি একজন ব্যবহারকারী কতটা আকর্ষণীয় কেবল এটাই প্রদর্শন করে না, একই সাথে ওই ব্যবহারকারীর ব্যক্তিত্ব কেমন তাও বলে দেয়। নতুন এক গবেষণা থেকে এই তথ্য জানা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৬৬ হাজার টুইটার ব্যবহারকারীর প্রোফাইল ছবি বিশ্লেষণ করে এ কথা জানিয়েছেন।

ওই গবেষণা থেকে গবেষকরা পাঁচ ধরনের ব্যক্তিত্বের অধিকারী ব্যবহারকারী পেয়েছেন। ধরনগুলো হলো নেতিবাচক মনোভাবাপন্ন, অমায়িক, বুদ্ধিদীপ্ত, বহির্মুখি এবং অকপট।

গবেষকদের মতে, নেতিবাচক মনোভাবাপন্নরা নিজেদের নেতিবাচক ভাবনাও গোপন রাখতে পারেন না। এর ছাপ থাকে তাদের প্রোফাইল ছবিতে। এবং, তারা তাদের প্রোফাইলে নিজের চেয়ে নিজের প্রিয় কোনো প্রাণীর ছবি দিতে পছন্দ করে।

অমায়িকরা প্রোফাইলে রঙিন ছবি দিতে ভালোবাসে এবং তাদের ছবিতে দৌড়ঝাঁপ, খেলাধুলা বা আকর্ণ হাসির প্রলেপ থাকে।

বুদ্ধিদীপ্তরা প্রোফাইলে পরিপাটি পোশাক বা গ্লাস পরিহিত এমন ছবি দেন, যাতে আসল বয়সের চেয়ে তাদের একটু বেশি বয়সী মনে হয়।

বহির্মুখিরা সব সময়ই হাসি হাসি মুখের রঙিন ছবি দিয়ে থাকেন প্রোফাইলে। তারা এমন পোজ দেন যাতে তাদের আরও যুবক দেখায়।

আর যারা অকপট তারা প্রোফাইলে এমন ছবি দেন যা অনেকটাই বর্ণহীন। এদেরকে ছবিতে রাগী বা দুঃখী মনে হয়। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top