সকল মেনু

হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম’র মতবিনিময়

58dbea12-c254-4481-9363-bd608a99b45aহটনিউজ ডেস্ক:  “ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০” থেকে বাদপড়া প্রকৃত আদিবাসীদের সংশোধিত তালিকায় অন্তর্ভূক্তির জোড় দাবীতে এবং এক্ষেত্রে করণীয় শীর্ষক মতবিনিময় সভা আজ সকাল ১০.৩০ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে । আইইডির সহযোগীতায় হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম আয়েজিত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন । মতবিনিময় সভার শুরুতে মূল ধারনাপত্র পাঠ করেন আদিবাসী যুব পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিং ।

 বক্তব্য রাখেন বিশিষ্ট কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, ঐক্যন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) এর কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, পার্বত্যচট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা দীপায়ন খীসা, শিশু-কিশোর সংগঠক ডা. লেলিন চৌধুরী, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য ডা. গজেন্দ্রনাথ মাহাতো, আদিবাসী গবেষক পাভেল পার্থ, কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক নিখিল ভদ্র, ইসলামী বিশ্ববিদ্যায়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারাহ তানজীম তিতিল, গেজেটে বাদপড়া আদিবাসী সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক সঞ্জিত সিং, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বড়াইক, জাতীয় আদিবাসী পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি আবুল কালাম আজাদ, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম, ঢাকার আহ্বায়ক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গৌতম রবিদাস, বাংলাদেশ রবিদাস ছাত্র পরিষদের সিমন রবিদাস ।

উপস্থিত ছিলেন আইইডির প্রকল্প সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়, মো.হামিদুজজামান, সহকারী সমন্বয়কারী সুবোধ এম বাস্কে, উন্নয়ন কর্মকর্তা অলি কুজুর, ডিআরইউ এর সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, আদিবাসী যুবনেতা খোকন সুইটেন মুর্মু, বিপ্লবী ছাত্র মৈত্রীর যুগ্ম আহ্বায়ক ইকবাল কবির, আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মিঠুন কুমার ওঁরাও প্রমুখ । সভা সঞ্চালনা করেন জনউদ্যোগ জাতীয় কমিটির সদস্য সচিব তারিক হোসেন মিঠুল । বিশিষ্ট কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, সকল জাতিসত্ত্বার আত্মপরিচয়ের স্বীকৃতি প্রদান রাষ্ট্রের নৈতিক দ্বায়িত্ব । এটি অস্বীকার করা মানবাধিকারের চরম লঙ্ঘন ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top