সকল মেনু

আইপিএল ২০১৬ : কে কী পুরস্কার পেলেন

full_1772046119_1464563358_12709স্পোর্টস ॥ হটনিউজ২৪বিডি.কম : গেইল যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণে কেউই সানরাইজার্স হায়দরাবাদের জয়ের কথা ভাবতে পারেননি। তার আউট হওয়ার পর একটু করে আশা জাগাতে শুরু করে হায়দরাবাদ শিবিরে।
শেষ পর্যন্ত রোমাঞ্চকর নবম আইপিএলের ফাইনালে ৮ রানে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হরিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওয়ার্নার-মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ।
২০০৯ সালে প্রবাসী (দক্ষিণ আফ্রিকা) আইপিএল প্রথম জিতেছিল হায়দরাবাদ। এবার বেঙ্গালুরুকে হারিয়ে দ্বিতীয়বার ট্রফি জিতলো দলটি। বেঙ্গালুরুকে এখন যদি কেউ বলেন, আইপিএলের চোকার্স, সেটা বললে বোধহয় বাড়িয়ে বলা হবে না। এবার নিয়ে তারা তিনবার ফাইনাল খেললো। কিন্তু একবারও ট্রফি জয়ের স্বাদ নিতে পারেনি।
শ্বাসরূদ্ধকর ফাইনাল শেষে অনুষ্ঠিত হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দারাবাদের জাতে ট্রফি ছাড়াও তুলে দেয়া হলো ১৫ কোটি রুপির চেক। রানারআপ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু জিতলো ১০ কোটি রুপি। সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমান জিতলেন ১০ লাখ রুপির পুরস্কার।

এক নজরে দেখে নেয়া যাক এবারের আইপিএলে কে কী পুরস্কার এবং কত জিতলেন

১. ফেয়ার প্লে ট্রফি: সানরাইজার্স হায়দারাবাদ, একটা ট্রফি।
২. সেরা উদীয়মান ক্রিকেটার : মুস্তাফিজুর রহমান, ১০ লাখ রুপি এবং ট্রফি।
৩. দ্রুতগতির হাফ সেঞ্চুরি : ক্রিস মরিস, ১৭ বলে। ১০ লাখ রুপি এবং ট্রফি।
৪. আইপিএলের ইয়েস ব্যাংক ম্যাক্সিমাম: বিরাট কোহলি, ট্রফি এবং ১০ লাখ রুপি।
৫. সবচেয়ে বেশি ক্যাচ ধরে সেরা ফিল্ডার: এবি ডি ভিলিয়ার্স। ১০ লাখ রুপি এবং ট্রফি।
৬. সবচেয়ে গ্ল্যামারার্স শট খেলেছেন: ডেভিড ওয়ার্নার। ১০ লাখ রুপি এবং ট্রফি।
৭. আসরের সেরা ক্যাচ : সুরেশ রায়না, ট্রফি এবং ১০ লাখ রুপি।
৮. সবচেয়ে বেশি রান সংগ্রাহক হিসেবে অরেঞ্জ ক্যাপ : বিরাট কোহলি (৯৭৩ রান), ১০ লাখ রুপি এবং ক্রেস্ট।
৯. সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহক হিসেবে পার্পল ক্যাপ : ভুবনেশ্বর কুমার (২৩ উইকেট), ১০ লাখ রুপি এবং ক্রেস্ট।
১০. মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার : বিরাট কোহলি, ১০ লাখ রুপি এবং ট্রফি।
১১. রানারআপ : আইপিএলের ফাইনালে পরাজিত ব্যাঙ্গালুরুকে প্রাইজ মানি দেয়া হয়েছে ১০ কোটি রুপি।
১২ আইপিএলের চ্যাম্পিয়ন হিসেবে সানরাইজার্স হাদারাবাদ পেলো ১৫ কোটি রুপি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top