সকল মেনু

আত্মসমর্পণ করবে বনদস্যু ‘মাস্টার বাহিনী’

bagerhat20160529084646_12505হটনিউজ২৪বিডি.কম : ন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া এলাকায় বনদস্যু ‘মাস্টার বাহিনী’ অস্ত্র–গুলিসহ আত্মসমর্পণ করবে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা একটার মধ্যে তাদের আত্মসমর্পণ করার কথা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ দুপুরের দিকে চরপুটিয়ায় যাবেন। তাঁরা যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের প্রক্রিয়া শুরু হবে।

র‍্যাব ৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বলেন, ৩ মে মাস্টার বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রী ও র‍্যাবের মহাপরিচালকের কাছে আত্মসমর্পণের জন্য আবেদন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রক্রিয়া শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব–৮–এর দল চরপুটিয়ায় যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top