সকল মেনু

প্রেসক্লাব ছেড়েছে মেডিক্যাল টেকনোলজি শিক্ষার্থীরা

Medical_021464363439হটনিউজ২৪বিডি.কম : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে ১২ দিনের মাথায় অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মেসি অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তারা প্রেসক্লাব ত্যাগ করেন।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে পানি পান করিয়ে অনশন ভাঙান স্বাস্থ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে আসা ইকবাল সোবহান চৌধুরী। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ছাড়াও পেশাজীবী সংগঠনের সভাপতি সেলিম মোল্লা উপস্থিত ছিলেন।

এ সময় ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করবেন বলে আমাকে জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন তিনি।’

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাস্থ্য খাতের উন্নয়নে মেডিক্যাল টেকনোলজিস্টদের গুরুত্ব অপরিসীম। তাই আপনাদের দাবিগুলো গুরুত্ব সহকারে ‍বিবেচনা করা হবে।’

ইকবাল সোবহান চৌধুরীর আশ্বাসের পর সাংবাদিকদের কাছে অনুভূতি প্রকাশকালে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থী নূসরাত জানান মম বলেন, ‘১২ দিন পর আমরা আশ্বাস পেলাম। ভালো লাগছে। আশা করি, সরকার স্বাস্থ্য খাতের গুরুত্ব বিবেচনা করে আমাদের দাবিগুলো মেনে নেবে।’

নাসরিন খাতুন বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার আশ্বাসে অত্যন্ত খুশি। আরো খুশি হবো যদি এর দ্রুত বাস্তবায়ন হয়।’

উল্লেখ্য, মেডিক্যাল টেকনোলজিস্টদের জন্য প্রস্তাবিত প্যারামেডিক্যাল শিক্ষা বোর্ডের পরিবর্তে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড নামে আলাদা শিক্ষা বোর্ডসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ১৬ মে থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছিলেন মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসির শিক্ষার্থীরা। আমরণ কর্মসূচিতের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অসুস্থ হন।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো- মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বেকারত্ব দূরীকরণে নতুন পদ সৃষ্টি করা এবং স্থগিতকৃত নিয়োগের আইনগত সমস্যা নিষ্পত্তি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। সরকারি চাকরির ক্ষেত্রে সব ডিপ্লোমা টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড দেওয়া। মেডিক্যাল টেকনোলজিস্ট ফার্মাসিস্টদের ইন্টার্নশিপ ভাতা প্রদান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top