সকল মেনু

রাষ্ট্রপতির সঙ্গে আইন কমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

16নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৭ মে :  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ আইন কমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার বিকালে কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে প্রতিনিধি দল বঙ্গভবনে যায় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, প্রতিনিধি দল আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য কমিশনের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। প্রতিনিধি দল এ সময় কমিশনের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রেসসচিব বলেন, রাষ্ট্রপতি এ সময় কমিশনকে জনকল্যাণে নতুন আইন প্রণয়নের সুপারিশ করার জন্য আহ্বান জানান। এছাড়া বিদ্যমান আইনের আধুনিয়াকনের জন্যও পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top