সকল মেনু

১৭ ঘণ্টা ধরে আকাশে উড়লো সৌরবিদ্যুৎচালিত প্লেন

Plane-BG20160526114509আন্তর্জাতিক ডেস্ক ॥ হটনিউজ২৪বিডি.কম : কোনো্ ফুয়েল ব্যবহার না করে শুধু নবায়নযোগ্য জ্বালানি (সৌর বিদ্যুৎ) কাজে লাগিয়ে উড্ডয়ন ও সফল অবতরণ বলে ‘সোলার ইমপালস ২’। এর আগে ২০১৫ সালের মার্চ মাসে প্রথমবারের আকাশে উড়েছিলো প্লেনটি। তবে এবার দীর্ঘ ১৭ ঘণ্টার মহাশূন্য ভ্রমণ শেষে সফল অবতরণ করে বিশ্বরেকর্ড করেছে বলে দাবি করছেন ‘সোলার ইমপালস ২’ এর গবেষক ও বিজ্ঞানীরা।

বুধবার (২৫ মে) সন্ধ্যায় যুক্তরাষ্টের অহিও রাজ্যের ডেটন থেকে ‘সোলার ইমপালস ২’ উড়াল দেয়। মহাশূন্য ভ্রমণ শেষে প্লেনটি বৃহস্পতিবার রাত ৮টা ৪৯ মিনিটে লিহাই ভ্যালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। সুইস পাইলট বারট্রান্ড পিচার্ড প্লেনটির উড্ডয়ন, পরিচালনা ও সফল অবতরণে দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top