সকল মেনু

সাতক্ষীরায় ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

7নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৪ মে : সাতক্ষীরা জেলার তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা, হিজলদী এবং চান্দুরিয়া সীমান্তে সোমবার রাতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে আনুমানিক মূল্য ৪০ লাখ ২৬ হাজার ২৫০ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে।

৩৮ ব্যাটেলিয়নের অপারেশন অফিসার লে. কর্নেল আরমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে বিজিবি সদস্যরা ৩৮ ব্যাটেলিয়নের অধীনস্থ বিভিন্ন সীমান্তে অভিযান চালায়। এ সময় তারা ১২৮৮ পিস ভারতীয় শাড়ি, ৯০০ কেজি লবণ, ১৮৬ কেজি চা পাতা, ৭৫০ কেজি সার, ১১৫ কেজি ভারতীয় মাখন উদ্ধার করে। চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

উদ্ধারকৃত মালামাল কাস্টমসে জমা দেয়া হয়েছে।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top