সকল মেনু

চালকরা বেপরোয়া হওয়ার কারণেই সড়ক দুর্ঘটনা: সেতুমন্ত্রী

5নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৪ মে : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগে রাস্তা খারাপ থাকার কারণে সড়ক দুর্ঘটনা ঘটত। আর এখন রাস্তা ভাল। অথচ এখন চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে চালকদের আরো নিয়ন্ত্রিত হতে হবে। চালকদের বেশি করে ট্রেনিংয়ের ব্যবস্থা নিতে হবে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌর ও হলদিয়া এলাকায় দুটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সড়ক-মহাসড়কে ব্যাটারি চালিত ও থ্রি-হুইলার গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা বেড়ে গেছে। চালকদের সচেতনতার অভাবই সড়ক দুর্ঘটনার কারণ।

তিনি আরো বলেন, এ পর্যন্ত পদ্মা সেতুর ১১টি পাইলের কাজ শেষ হয়েছে। দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, লৌহজং উপজেলার চেয়ারম্যান উসমান গনি তালুকদার, শ্রীনগর সার্কেল পুলিশের এএসপি শামসুজ্জামান বাবু, মেদেনীমন্ডল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খান প্রমুখ।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top