সকল মেনু

তাপমাত্রায়র রেকর্ড ভারতে

india20160520121701

ভারতের রাজস্থানে তাপমাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সম্প্রতি সেখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫১ ডিগ্রী সেলসিয়াস। খবর বিবিসির।

দেশটির আবহাওয়া দপ্তরের কর্মকর্তা বিপি যাদব এএফপি নিউজ এজেন্সিকে জানিয়েছেন, গতকাল (বৃহস্পতিবার) ফালোদি এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫১ ডিগ্রী সেলসিয়াস। এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৬০ বছর আগে ভারতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৫০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। সেই সময়ের পর এ বছর রাজস্থানের ফালোদি শহরের তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আগামী দু`দিন উত্তর এবং পশ্চিম ভারতে `প্রচণ্ড তাপপ্রবাহ` থাকবে বলে সতর্কতা জারি করা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের উপরেই ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top