সকল মেনু

বেনাপোল আমদানিকৃত পণ্যের শুল্কায়ন কার্যক্রম বন্ধ

৮নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৯ মে : যশোরের শার্শা উপজেলার বেনাপোল কাস্টমস হাউসে আমদানিকৃত পণ্যের শুল্কায়ন কার্যক্রম বন্ধ রয়েছে।

বুধবার সকাল থেকে এ কার্যক্রম বন্ধ রয়েছে।

বেনাপোল কাস্টমস সূত্র জানায়, আমদানি-রফতানিকৃত সকল ধরনের পণ্যের শুল্কায়ন কার্যক্রম বেনাপোল কাস্টমস হাউসে ইন্টারনেটের মাধ্যম সম্পন্ন হয়ে থাকে। নেটওয়ার্ক সমস্যার কারণে বুধবার সকাল থেকে আমদানিকৃত পণ্যের শুল্কায়ন কার্যক্রম বন্ধ রয়েছে। আর শুল্কায়নের কাজ না হওয়ার কারণে বন্দর থেকে পণ্য খালাশ প্রক্রিয়াও বন্ধ রয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top