সকল মেনু

দুর্গাপুরে দিনমজুরের মেয়ে পিংকী জিপিএ-৫ পেয়েছে

b0790249-6d0f-40b9-8f36-4c26f4e7e9a8বিজন কৃষ্ণ রায় ,দুর্গাপুর,নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে পিংকী শেখ। পৌরসভার সীমান্তবর্তী এলাকা নিভৃত পল্লী খুজিউড়া গ্রামের ভাড়াটিয়া মটরসাইকেল চালক মোঃ নুরজামাল শেখ এর মেয়ে পিংকী শেখ প্রতি দিন দুই মাইল রাস্তা পায়ে হেটে স্কুলে যাতায়াত করেছে। কোনদিন সকালে খেয়ে আবার কোনদিন না খেয়ে স্কুল করেছে। তবুও কোনদিন স্কুল ফাঁকি দেয়নি। ঝড়-বৃষ্টি ও তার স্কুলে যাওয়া থামাতে পারেনি। বাবা একটি ছাতা কিনে দিতে পারেনি তাকে। মা বিলকিছ বেগম সারাদিন অভাবের সংসারের কাজকর্ম করে মেয়ে পিংকী শেখ ও পিংকীর ছোট দুই ভাই,দুই বোন কে নিয়ে অতিকষ্টে দিনগুলি পারি দিচ্ছে। বাবা দিনমজুর ভাড়াটিয়া মোটরসাইকেল চালক প্রায় দিনই বেকার থাকতে হয়। তবে সব বাধাকে পেছনে ফেলে সফলতাকে ছিনিয়ে এনেছে তিনি। পিংকী সংসারের অভাব থাকা সত্বেও ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়। এজন্য স্কুলের প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া সহ সকল শিক্ষকদের প্রতি পিংকী কৃতজ্ঞতা জানিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top