সকল মেনু

আড়াইহাজারে আওয়ামী লীগের ৩২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

২নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৫ মে : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৮ জন চেয়ারম্যান ও ২৪ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোরশেদ আলম জানান। সাতগ্রাম ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী অদুদ মাহমুদ, দুপ্তারা ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী শাহিদা মোশারফ, ব্রা‏হ্মন্দী ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মোঃ লাক মিয়া, হাইজাদী ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মোঃ আলী হোসেন ভুইয়া, ফতেপুর ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী আবু তালেব মোল্লা, মাহমুদপুর ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মোঃ আমানউল্লাহ আমান, উচিৎপুরা ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মোঃ নাজিমউদ্দিন মোল্লা, কালাপাহাড়িয়া ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

বিশনন্দী ইউনিয়নে এখন আওয়ামীলীগের সিরাজুল ইসলাম ভুইয়া (নৌকা), বিএনপি’র খাজা মাঈনউদ্দিন (ধানের শীষ) ও আওয়ামীলীগের বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান ইকবাল রহমান রিপন (আনারস) এর মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে খাগকান্দা ইউনিয়নে আওয়ামীলীগের শহীদুল ইসলাম নুরু (নৌকা), বিএনপি’র বেলায়েত হোসেন (ধানের শীষ) ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম (আনারস) এর মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

অন্যদিকে উপজেলার ১০টি ইউনিয়নে সংরক্ষিত আসনের সদস্য পদে ৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও সাধারণ সদস্য পদে ১৯জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top