সকল মেনু

ফতুল্লায় মোল্লা সল্টের সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু

৪৭নিজস্ব প্রতিবেদক,  হটনিউজ২৪বিডি.কম ১০ মে : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সোমবার দুপুরে মোল্লা সুপার সল্ট কারখানায় সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তিন শ্রমিকের মৃত্যু ঘটেছে। অসুস্থ হয়ে পড়েছেন আরো ৫ জন শ্রমিক। নিহতদের নাম সাহাবুদ্দিন (৪০), আলমাছ তালুকদার (৩০) ও ইব্রাহিম মিয়া (৩৫)। ফতুল্লার এনায়েতনগরের ধর্মগঞ্জের মাওলাবাজার এলাকায় অবস্থিত মোল্লা সুপার সল্টের মেকানিক্যাল টেকনিশিয়ান মাসুম আহমেদ জানান, সকাল সাড়ে ৮ টার দিকে সেপটিক ট্যাংক পরিস্কার করতে নামে ৮ জন শ্রমিক। দুপুর দেড়টার দিকে বিষক্রিয়ায় তারা সকলেই অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়ার পর চিকিত্সক সাহাবুদ্দিন ও আলমাছকে মৃত ঘোষণা করেন। বাকী ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ইব্রাহিমের মৃত্যু হয়। অসুস্থ শ্রমিকরা হলেন জাবেদ, জাহিদ, জাহাঙ্গীর, মাসুদ ও তৈয়ব।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top