সকল মেনু

২০১৭ সালের মধ্যে বাসযোগ্য শহর হবে ঢাকা

৭নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৯ মে : ২০১৭ সালের মধ্যে ঢাকাকে বাসযোগ্য শহর করে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

রোববার রাজধানীর পোস্তগোলায় ৫৪ নম্বর ওয়ার্ডে ‘সাফল্যের এক বছর` শীর্ষক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।

সাঈদ খোকন বলেন, আমরা রাজধানীর উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। এসব প্রকল্পের অধীনে ২০১৭ সালের মধ্যে রাজধানীবাসীকে  বাসযোগ্য শহর উপহার দিতে পারবো।

বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এক হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজ চলছে বলেও জানান সাঈদ খোকন।

মেয়র বলেন, নগরীর পরিচ্ছন্নকর্মীদের জন্য আমরা টিম ট্র্যাকিং পদ্ধতি চালু করেছি। যাতে ঠিকমত কাজ করছে কি না তা মনিটরিং করতে পারি। এ ছাড়া ডাস্টবিনের ময়লায় যেন পরিবেশ নষ্ট না হয় সেজন্য ৮১ টি পয়েন্টের মধ্যে ৫০ টিতে ফেন্সিং দেয়া হয়েছে।

৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহম্মাদ মসুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আবু হোসেন বাবলা, ওয়ারি জোনের ডিসি সৈয়দ নরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের  প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মাদ বেলাল প্রমুখ।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top