সকল মেনু

সুন্দরবনে বনদস্যু বাহিনীর হাতে ১৪ জেলে আটক, মুক্তিপণ দাবি

২নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৭ এপ্রিল : পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে তিনদিন ধরে ১৪ জন আটক রয়েছেন। দস্যুরা জন প্রতি ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে।

ভুক্তভোগী জেলে পরিবার সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় সুন্দরবনের দুধমূখী ও মরাভোলা এলাকায় নদীতে মাছ ধরার সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী জেলেদের উপর আক্রমণ করে মারধর করে ছয় জেলেকে মুক্তিপণের দাবিতে ধরে নিয়ে গেছে। অপহৃত জেলেরা হচ্ছে, সোহেল সরদার(২৩), সুমন খান (২২), মিজান হাং (২৪), বারেক হাং (৩৫), রফিকুল (৩০), হাকিম তাং (৩৫)। এদের বাড়ি শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামে।

অপরদিকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী সোমবার ভোর রাতে সুন্দরবনের পাকগুদি এলাকা থেকে আট জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। এরা হলেন, রফিকুল(৩৫), হারুন(৪০), হাসান(৪০), আ. হাকিম (৩০), আলামিন (২০), জুয়েল (২৫), বাদল (২৫) ও রুস্তম (২৮)। এদের বাড়ি উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে।

সুন্দরবনের দাসেরভারানী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top