সকল মেনু

জামানত হারালেন ১৯ চেয়ারম্যান প্রার্থী

১০নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৬ এপ্রিল : ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে ১৯ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

শনিবার অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির ৫, আ.লীগের ১, জাপা ২, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৩ প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়।

সোমবার বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশিকুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচনে জামানত হারানো বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন- ১নং ঈশ্বরগঞ্জ ইউনিয়নে মো. শাহিন ফরিদ (ধানের শীষ) ১০৪৮ ভোট, ৫নং জাটিয়া ইউনিয়নে মো. নাজমুল হক (ধানের শীষ) ১৪২৪ ভোট, ৭নং মগটুলা ইউনিয়নে মো. নিজাম উদ্দিন (ধানের শীষ) ১১১৫ ভোট, ৮নং রাজিবপুর ইউনিয়নে সৈয়দ রফিকুল ইসলাম (ধানের শীষ) ১০৮ ভোট, ১১নং বড়হিত ইউনিয়নে আবুল মুনসুর (ধানের শীষ) ১৫৬৬ ভোট, আ.লীগ মনোনীত ৫নং জাটিয়া ইউনিয়নে মো. হাবিবুর রহমান আকন্দ হলুদ (নৌকা) ১৬০৮ ভোট, জাতীয় পার্টি মনোনীত ৩নং সরিষা ইউনিয়নে মো. রফিকুল ইসলাম (লাঙ্গল) ১৮২৪ ভোট।

৪নং আঠারবাড়ী ইউনিয়নে মো. শাহাব উদ্দিন (লাঙ্গল) ২০১ ভোট, ইসলামী আন্দোলন রাংলাদেশ এর মো. কারী আতাউর রহমান (হাত পাকা) ১৮৩ ভোট, ৬নং মাইজবাগ ইউনিয়নে মো. জিয়াউর রহমান (হাত পাকা) ৩৩৫ ভোট, ৫নং জাটিয়া ইউনিয়নে মো. আব্দুলাহ ভূইয়া (হাত পাতা) ২৩৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী ৫নং জাটিয়া ইউনিয়নে অমরেশ সরকার দুলু (আনারস) ১৬০২ ভোট, এনায়েত উলাহ ফকির (মোটর সাইকেল) ২৭৭ ভোট, ফয়েজ উদ্দীন শরিফ (ঘোড়া) ২০৭ ভোট, ৬নং মাইজবাগ ইউনিয়নে এস এস আল মামুন (দুটি পাতা) ১৩৩৩ ভোট, কাজী আজিজুল হক (ঘোড়া) ২৩০৬ ভোট, মো. আলমগীর মুনসুর বাবুল (চশমা) ২৭২৮ ভোট, আব্দুর রশিদ (মোটর সাইকেল) ২৪৬ ভোট, মো. নূর উদ্দিন জালালী (রজনী গন্ধা) ২৮৮ ভোট পেয়েছেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top