সকল মেনু

জাতীয় সংসদের দশম অধিবেশন, চলবে ৫ মে পর্যন্ত

৪৬নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৫ এপ্রিল : দশম জাতীয়সংসদের ১০ম অধিবেশন রোববার বিকেল ৫টা ০২ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে দশম জাতীয় সংসদের দশম অধিবেশন, চলবে ৫ মে পর্যন্ত।

রোববার বিকাল ৫টায় অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সবাইকে স্বাগত এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। এরপর স্পিকার চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।

সংসদের চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- অধ্যাপক আলী আশরাফ,  এবি তাজুল ইসলাম, ওয়ারেসাত হোসেন বেলাল, ফখরুল ইমাম, সফুরা বেগম।

এরপর স্পিকার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, সাবেক সংসদ সদস্য আর এ গণি, মো. মজিবর রহমান, মির্জা তোফাজ্জল হোসেন মুকুল, আবদুল মালেক, রফিকুল হোসেন, সিরাজুল ইসলাম ভুইয়া, সামসুল হুদা বাচ্চু, ফিরোজা জামান, এবং আতাউর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব উস্থাপন করেন।

এছাড়া নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, ভারতের লোকসভার সাবেক স্পিকার পিএ সাংমা, মুক্তিযুদ্ধে ভূমিকা রাখা ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল কেভি কৃষ্ণা রাও, জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস বুট্রোস ঘালি, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, ভাষাসৈনিক নাগিনা জোহা, একুশে পদকপ্রাপ্ত কবি রফিক আজাদ, মুক্তিযুদ্ধের সংগঠক শমসের আলম চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, দেশের প্রথম নিউরো সার্জন রশিদ উদ্দিন আহমদ, সাংবাদিক আলতাফ মাহমুদ, তেভাগা আন্দোলনের নেতা কামাখ্যা প্রসাদ রায় চৌধুরী, বরেণ্য সুরকার রবীন ঘোষ, চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

পরে প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top