সকল মেনু

অধ্যাপক রেজাউল হত্যায় মামলা, আসামিরা অজ্ঞাত

৪৭নিজস্ব প্রতিবেদক,  হটনিউজ২৪বিডি.কম ২৪ এপ্রিল : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নগরীর বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন জানান, শনিবার বিকেল চারটার দিকে নিহত শিক্ষকের ছেলে সৌরভ হোসেন বাদী হয়ে বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে সকালে বাসা থেকে বের হন। এ সময় আগে থেকে ওত্ পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসিরা মোটরসাইকেলযোগে এসে পেছন দিক থেকে কুপিয়ে ফেলে রেখে যায়। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে শালবাগান এলাকায় নিজ বাসা থেকে একটু দূরে শিক্ষক রেজাউলের ওপর এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মোটরসাইকেল যোগে হামলায় অংশ নেয়। এ হামলায় কারা জড়িত তা এখনো জানা যায়নি।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top