সকল মেনু

জিডিপি বাড়াবে পদ্মা সেতু

৪৮নিজস্ব প্রতিবেদক,  হটনিউজ২৪বিডি.কম ২৪ এপ্রিল : বাংলাদেশের জিডিপি উন্নয়নে পদ্মা সেতু সহায়ক ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

শনিবার নির্মাণাধীন পদ্মা সেতু পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ভারতীয় হাইকমিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হলে এটি দেশের জিডিপি ১ দশমিক ৫ শতাংশ বাড়াতে ভূমিকা রাখবে। এছাড়া বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও ভারত থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যকার দূরত্ব কমিয়ে আনবে।

পদ্মা সেতু প্রকল্পকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাহস ও দৃঢ়তার প্রতীক বলেও মন্তব্য করেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top