সকল মেনু

e09738c2-c771-4c9c-abd1-44ff7a550e59রাইসুল ইসলাম, পার্বতীপুর,দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমদুর রহমান বলেছেন, বাংলাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে পার্বতীপুরের ইউনিয়ন নির্বাচনে পুরো উপজেলাকে আইন শৃংখলা বাহিনীর দ্বারা বেষ্টিত রাখা হবে। যাতে আগামী ৭মে নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের সুচিন্তিত রায় প্রদান করতে পারেন। যে কোন ধরনের সন্ত্রাস, ভোটকেন্দ্র দখল ও কালো টাকার ছড়াছড়ি প্রতিহত করতে আইন শৃংখলা বাহিনী তৎপর থাকবেন। সেই সাথে কোন প্রার্থী আচরণ বিধি লংঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আজ বৃহস্পতিবার (২১এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৩ জন চেয়ারম্যান প্রার্থী নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় আচরনবিধি সম্পর্কে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মোঃ রওশন কবির, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমদুল আলম, আনসার ও ভিডিপি কর্মকর্তা আবদুর রাজ্জাক। প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নুর মোহাম্মদ রাজা, রোম্মান রশিদ, মোমিনুল ইসলাম সম্রাট, আনিছুজামান আনিছ ও নুরুজামান মন্ডল নুরু। সভা পরিচালনা করেন উপজেলা নির্বাচন অফিসার জিকরুল হক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top