সকল মেনু

‘ আইন সম্পর্কে ধারণা থাকা উচিত ’

Shahidul_Haque_011460991320নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘গণমাধ্যমে যারা কাজ করেন, টক শোতে যারা কথা বলেন তাদের লেখনি ও কথায় সত্যতা নিশ্চিত করা উচিত। আইন সম্পর্কে ধারণা থাকা উচিত। তদন্তাধীন বিষয় নিয়ে কারো কোনো কথা বলা উচিত নয়। কিন্তু দেখা যায় বিভিন্ন টকশোতে নানা রকম কথা বলা হচ্ছে। পত্রিকার পাতায় যা খুশি তাই লেখা হচ্ছে।’

সোমবার বিকেল পৌনে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোজাফ্ফর আহম্মেদ চৌধুরী মিলনায়তনে ক্রিমিনোলজি বিভাগের চতুর্থ বর্ষপুর্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘গণমাধ্যমে যা ইচ্ছে তাই লেখা হচ্ছে। কোনো নিয়ন্ত্রণ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হচ্ছে। ওয়েব সাইট বানিয়ে যাচ্ছেতাই লিখছেন অনেকেই। এ সবের নিয়ন্ত্রণ দরকার।’

আইজিপি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে গণমাধ্যমে লেখনির ক্ষেত্রে একটা বাইন্ডিংস দেখা যায়। কিন্তু বাংলাদেশে নেই। সত্য মিথ্যার কোনো বালাই নেই। নিয়ন্ত্রণ থাকলে এমনটা হতো না।’
আইজিপি আরো বলেন, ‘একজন জ্যেষ্ঠ সাংবাদিককে গ্রেফতার করায় গণমাধ্যমে যাচ্ছেতাই বলা হচ্ছে। নানা কারণ উল্লেখ করে সমালোচনা হচ্ছে। কিন্তু পুলিশ তাকে যৌক্তিক কারণেই গ্রেফতার করেছে।’

ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী লুবনা মরিয়ম, একুশে টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top