সকল মেনু

শিশুকে ভিভিআইপি মর্যাদা দিতে হবে: মেহের আফরোজ

৪৫নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১০ এপ্রিল : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেছেন, ‘উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে শিশুকে ভিভিআইপির (ভেরি ইম্পোর্ট্যান্ট পারসন) মর্যাদা দিতে হবে। যেদিন দেশের প্রত্যেকটি শিশুকে মর্যাদা দিতে পারব সে দিনই আমরা উন্নত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতে পারব।’

শনিবার রাজধানীর নারিন্দায় দাদাভাই একাডেমীতে শিশু সাহিত্যিক, সওগাত প্রেস ও সাপ্তাহিক বেগম এর পরিচালক রোকনুজ্জামান খান দাদাভাইয়ের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দাদাভাই পুরস্কার ২০১৬ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বর্তমান সরকার শিশুবান্ধব সরকার উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি সমাজের ধনী ব্যক্তিদের শিশুদের অধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে। ধনীরা পথশিশুদের উন্নয়নে ব্যয় করলে পথ শিশু নামে কিছু দেশে থাকবে না।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top