সকল মেনু

আফ্রিদির রেকর্ড ভাঙলেন দিলশান

৫.ক্রীড়া ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ৩১ মার্চ : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে গেছে শ্রীলঙ্কা।

দল হারলেও এই ম্যাচে একটি ব্যক্তিগত অর্জন হয়েছে তিলকারত্নে দিলশানের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড যে এখন এই লঙ্কান ওপেনারের।

দিলশান ভেঙে দিয়েছেন শহীদ আফ্রিদির ৩৪ ম্যাচ খেলার রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি ছিল দিলশানের ৩৫তম ম্যাচ।

সোমবার দিল্লিতে প্রোটিয়াদের কাছে ৮ উইকেটে হেরে যাওয়া ম্যাচে ৩৬ রান করেন দিলশান। তার ৪০ বলের ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছক্কার মার।

২০০৭ সাল থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৫ ম্যাচে ৮৯৭ রান করেছেন দিলশান। ৩৪ ম্যাচে আফ্রিদির রান ৫৪৬।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top