সকল মেনু

কাহারোলে জমে উঠেছে ইউপি নির্বাচন

1নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৮ মার্চ : দিনাজপুরের কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নে ৩১ মার্চ দ্বিতীয় ধাপে আওয়ামী লীগ, বিএনপি ও বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনী লড়াইকে কেন্দ্র করে গণসংযোগের প্রতিযোগিতায় নেমেছেন।

এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা চায়ের টেবিল পাড়া-মহল্লায় ও বাড়ি বাড়ি উপস্থিত হয়ে নিজ নিজ উদ্যোগে ভোটারদের মন গোলানোর চেষ্টা করছেন। আবার কেউ কেউ নিজেদের পারিবারিক শক্তি ও ব্যক্তি ইমেজ ব্যবহার করছেন। জয়ের ব্যাপারে শতভাগ কড়া নাড়ছেন ভোটারদের দ্বারে দ্বারে সরকার দলীয় প্রার্থী আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীরা। থেমে নেই বিএনপিসহ অন্যান্য প্রার্থী।

এ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৭ জন ও সাধারণ সদস্য ২১৮ জনসহ মোট তিন শ ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় পুরুষ ভোটার ৫৫ হাজার ও নারী ভোটার ৫৫ হাজার ছয় শ ৫৩ জন রয়েছেন। ভোটার সংখ্যা মোট এক লক্ষ ২১ হাজার ৩১৫ জন। ১নং ডাবোর ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের সত্যজিৎ রায় ( নৌকা প্রতীক), বিএনপির প্রার্থী মো. ইলিয়াস উদ্দিন সরকার (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী বিশ্বজিৎ রায় স্বতন্ত্র প্রার্থী ( ঘোড়া), কাজী মো. জয়নাল আবেদীন স্বতন্ত্র প্রার্থী (আনারস)। ২নং রসুলপুর ইউনিয়নে তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী মো. নজরুল ইসলাম ( নৌকা), বিএনপির প্রার্থী গোলাম মোস্তফা বাদশা (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী ঘনশ্যাম চন্দ্র রায় (আনারস)। ৩নং মুকুন্দপুর এই ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী একেএম ফারুক ( নৌকা), বিএনপির প্রার্থী মো. সাদেকুল ইসলাম সাদেক (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মো. আকতার উদ্দিন সরকার ( মোটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুর রাজ্জাক ( ঘোড়া)। ৪নং তাড়গাঁও এই ইউনিয়নে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী আ স ম মনোয়ারুজ্জামান ( নৌকা), বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী হবিবর রহমান ( মোটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম (চশমা), স্বতন্ত্র প্রার্থী ফিরোজ জামান ( ঘোড়া)। ৫নং সুন্দরপুর এই ইউনিয়নে চেয়ারম্যানে পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী শরিফ উদ্দীন আহম্মেদ ( নৌকা), বিএনপির প্রার্থী মো. মতিয়ার রহমান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মো. আবুল হোসেন (চশমা), স্বতন্ত্রী প্রার্থী মো. আনোয়ার হোসেন মানিক (অটো রিকশা), স্বতন্ত্র প্রার্থী মো. নাসিরুল ইসলাম (আনারস), স্বতন্ত্র প্রার্থী মো. মনায়েম হোসেন ( ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী মো. মকলেছার রহমান ( টেবিল ফ্যান), স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল গণি মিঞা (মোটর সাইকেল) এবং ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নে চারজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী মো. আতাউর রহমান (নৌকা), বিএনপির প্রার্থী মো. আনারুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সন্তোষ দাস ( ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী মুনিরাম রায় (আনারস)।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top