সকল মেনু

বেলাবতে যৌতুক না দেয়ায় শশুর বাড়ির লোকজন কর্তৃক গৃহবধুর মাথা ন্যাড়া

download (1)বেলাব(নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে শশুর বাড়ির লোকজনের চাহিদা অনুযায়ী ৫ লাখ টাকা যৌতুক দিতে অস্বীকার করায় গৃহবধু সোহাগী(২১) কে মারপিট করে অজ্ঞান অবস্থায় মাথা ন্যাড়া করে দেয়ার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। নির্মম এই ঘটনাটি ঘটেছে গত ৭ জুলাই রবিবার রাতে উপজেলার বাজনাব ইউনিয়নের দক্ষিন ধরু গ্রামে। নির্যাতিত গৃহবধু গতকাল ঘটনার দিন রাতে স্বামীর বাড়ি হতে পালিয়ে এসে বেলাব থানায় স্বামী সহ শশুর বাড়ির ৮ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৩(৭)২০১৩। পুলিশ ঘটনার দিন রাতেই গৃহবধুর কাটা চুল সহ দুই শাশুড়ী নাজমা(৪৫),রেহেনা(৪০) ও ননদী আকলিমা(১৯) কে গ্রেফতার করেছে। মামলার অন্যান্য আসামীরা বর্তমানে পলাতক রয়েছে। পুলিশ ও গৃহবধুর পরিবার সূত্রে জানা যায়, গত ৫ মাস পূর্বে একই উপজেলার বড়িবাড়ি গ্রামের দরিদ্র বিক্্রা চালক জাকির হোসেনের মেয়ে সোহাগীকে বিয়ে করে একই উপজেলার দক্ষিনধরু গ্রামের নুরু মিয়ার ছেলে ফারুক। বিয়ের মাস খানেক পর থেকে যৌতুকের জন্য শশুর বাড়ির লোকজন কর্তৃক গৃহবধু সোহাগীর উপর চলে নির্মম নির্যাতন। যৌতুক এনে না দেয়ায় প্রায়ই সোহাগীকে স্বামীসহ শশুর বাড়ির লোকজন মারপিট করে। ঘটনার দিন রাতে ননদ রাজিয়া,রতœা,আকলিমা সোহাগীর স্বামীর দেয়া বোরখা কেড়ে নেয়ার অজুহাতে সোহাগীকে চাপ প্রয়োগ করে। এসময় বোরখা দিতে অস্বীকার করায় উল্লেখিত ননদীরা শশুর বাড়ির অন্যন্য লোকজনকে নিয়ে গৃহবধুর উপর চড়াও হয়ে মারপিট করতে থাকে। একসময় গৃহবধু সোহাগী অজ্ঞান হয়ে গেলে তাকে ঘরের মধ্যে বন্দি করে কাঁচি দিয়ে সমস্ত মাথা ন্যাড়া করে দেয়। পরে রাতে গৃহবধু পালিয়ে এসে বেলাব থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে গৃহবধুর স্বামী ফারুক মিয়ার মোবাইলে ফোন করলে তিনি সমস্ত ঘটনা অস্বীকার করে জানায়, মাথায় ওকুন হবার কারনে এক সপ্তাহ আগেই স্বেচ্চায় সোহাগী তার চুল কেটে ফেলেছে। বাজনাব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বেনজীর আহম্মেদ বেনু বলেন,ঘটনাটি শুনেছি। তবে ঘটনাটি কতটুকু সত্য তা এখনো আমি জানিনা। নির্যাতিত গৃহবধু সোহাগী তার উপর নির্মম নির্যাতনের জন্য অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই মোঃ সোহেল জানান,মামলা দায়েরের পর দুই শাশুড়ি ও এক ননদকে গ্রেফতার সহ গৃহবধুর মাথার কাটা চুল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন,ঘটনাটি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া দরকার।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top