সকল মেনু

দেশে ফিরলেন স্পিকার

৬.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৩ মার্চ : দেশে ফিরলেন জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। কমনওয়েলথ আফ্রিকা শীর্ষ সম্মেলন ২০১৬-এ অংশগ্রহণ শেষে সোমবার তিনি দেশে ফিরেছেন।

সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণ-সংযোগ শাখার উপপরিচালক নূরুল হুদা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৩ মার্চ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার। লন্ডনে অবস্থানকালে ১৪ মার্চ সিপিএ সদর দপ্তর আয়োজিত ‘কমনওয়েলথ দিবস-২০১৬’ এর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া তিনি লন্ডনে সিপিএ-কানাডা শাখার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক  করেন।

স্পিকার ১৭ মার্চ লন্ডন থেকে জাম্বিয়ার রাজধানী লুসাকায় যান। লুসাকায় অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৩৪তম এসেম্বলিতে ২০ মার্চ বক্তৃতা করেন। স্পিকার এ সময় ১৫ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top