সকল মেনু

পুরোহিত হত্যাকাণ্ডে জেএমবি সদস্য রমজান আলীর জবানবন্দি

30.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৫ মার্চ : পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার পুরোহিত যজ্ঞেশ্বর দাসাধিকারী (৫০) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত জামাআতুল মোজাহিদিন (জেএমবি) সদস্য রমজান আলী (২০) ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার বিকেলে দেবীগঞ্জ আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মার্জিয়া খাতুনের খাস কামরায় রমজান আলী ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার স্বীকারোক্তি দেন।

জবানবন্দি শেষে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। এ নিয়ে পুরোহিত হত্যা মামলার গ্রেফতারকৃত মোট ৭ আসামির সবাইকে জেলহাজতে প্রেরণ করা হলো।

এর আগে গত ১ মার্চ একই আদালতে গ্রেফতারকৃত আলমগীর হোসেন এবং ৬ মার্চ সন্ধ্যায় হারিজ আলী দেবীগঞ্জ আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড মার্জিয়া খাতুনের খাস কামরায় দেবীগঞ্জের পুরোহিত যজ্ঞেশ্বর দাসাধিকারী হত্যাকাণ্ডের ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন।

২৭ ফেব্রুয়ারি দুপুরে দেবীগঞ্জ থানা পুলিশ এই তিন জেএমবি সদস্যকে একই আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে। আদালত প্রত্যেকের একত্রে ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত জানান, পুরোহিত হত্যাকাণ্ডের ঘটনায় রমজান সম্পৃক্ত থাকার কথা আদালতে জবানবন্দিতে স্বীকার করেন। পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top