সকল মেনু

ইউপি নির্বাচনে পক্ষপাতের সুযোগ নেই -রেলপথ মন্ত্রী

Railway minister photo 14-03-2016 এস এন ইউসুফ: রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, আসন্ন ইউপি নির্বাচন নিয়ে বিএনপি যেসব মিথ্যা কথা ছড়াচ্ছে এসব সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সম্পূর্ণ স্বচ্ছ এতে সরকার কিংবা সরকারী দলের প্রভাব পাড়ার কোন সম্বাবনা নেই। নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন পরিচালিত হয়। নির্বাচন কমিশন অতিতেও যেমন স্বাধীন ভাবে কাজ করেছে বর্তমানেও স্বাধীনভাবে কাজ করছে এতে পক্ষপাতের কোন সুযোগ নেই।  সন্ধ্যায় জাতীয় যাদুঘরের প্রধান মিলনায়তনে ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষনের উপর সাংস্কৃতিক সংগঠন “মানচিত্র‘র আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, জামায়াত বিএনপি‘র একমাত্র পুঁিজ মিথ্যা প্রচার। দেশে অবরোধ আর হরতাল দিয়ে দেশকে ধ্বংসের পায়তাঁরা করেছে কিন্ত এদেশের মানুষ বিএনপি জামায়াতকে প্রত্যাখান করেছে। তারা সরকার হটাও আন্দোলনের কথা বলে রাজপথে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছে। জনগণ এসব ধোকাবাজি বুঝে গেছে তাই তারা লজ্জায় এখন আর আন্দোলনের কথা বলেনা। মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান জাতির জনককে নিয়ে কূটক্তি করার প্রতিবাদে মন্ত্রী বলেন সন্তান যখন বেয়াদব হয় তখন পিতা-মাতা সন্তানকে ত্যাজ্য করে। তারেক রহমান জাতির পিতাকে নিয়ে কূটক্তি করায় জাতি তাকে ত্যাজ্য করেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. আব্দুল মাননান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সম্মলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top