সকল মেনু

পাটজাত পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার চিন্তা ক্রিকেটারদের

৪৮.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৪ মার্চ : বাংলাদেশে পাটজাত পণ্যকে বিশ্বজুড়ে জনপ্রিয় করার জন্য জাতীয় ক্রিকেট দলের শীর্ষ খেলোয়ারদের অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগের কথা ভাবছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার সংসদ ভবনে এক বৈঠকের পর কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক প্রেসিডেন্ট সাবের বলেন, বাংলাদেশকে বিশ্বব্যাপী আমরা নানাভাবে ব্র্যান্ডিং করছি। তার একটা অংশ হিসেবে পাটও থাকা উচিত। আমরা এর জন্য অ্যাম্বাসেডরও অ্যাপয়েন্ট করব।

তিনি বলেন, দরকার হলে আমরা আমাদের লিডিং ক্রিকেট প্লেয়ারদের এপ্রোচ করতে পারি। যারা এভারেস্ট ক্লাইম্ব করেছে তাদেরকেও বলতে পারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top