সকল মেনু

ইবিতে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রজত জয়ন্তী

১০.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি .কম ১৩ মার্চ :  নানা আয়োজনের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রজত জয়ন্তী পালিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় অনুষদ ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মিলনায়তনে গিয়ে শেষ হয়। র্যা লি শেষে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রুহুল আমিন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন, প্রফেসর ড. আবদুল লতিফ, আরবি ভাষ ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. তোজাম্মেল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পরে বিকেল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top