সকল মেনু

লোহাগড়ায় বাল্যবিয়ের দায়ে বরের কারাদণ্ড

৪৭.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১০ মার্চ : নড়াইলের লোহাগড়া উপজেলায় বাল্যবিয়ে করার দায়ে বরকে পাঁচদিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) সেলিম রেজা এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে লোহাগড়া উপজেলার সীমান্তবর্তী শিকারপুর গ্রামের আরবান সরদারের মেয়ে তানিয়া খানম মুক্তা (১৪) ও একই উপজেলার পাঁচুড়িয়া গ্রামের সৈয়দ নাজমুল আলীর (২৭) বিয়ে হয়। মেয়েটি আমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিয়ে বাড়ি গিয়ে বরকে পাঁচদিনের কারাদণ্ডাদেশ দেন।

এদিকে, একই দিন ব্রাক্ষণডাঙ্গা কারিগরি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী সালমা খানমের বিয়েও বন্ধ করেন ভ্রাম্যমাণ আদালত।
হটনিউজ২৪বিডি..কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top