সকল মেনু

কেরানীগঞ্জের শিশু আবদুল্ল হত্যা: ছয় জনকে আসামি করে অভিযোগপত্র

index আদালত প্রতিবেদক:  ঢাকার কেরানীগঞ্জের শিশু আবদুল্লাহ হত্যা মামলায় ছয় জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক  শফিকুল ইসলাম আদালতে এ অভিযোগপত্র জমা দেন। আসামিরা হলেন, খোরশেদ আলম, মেহেদি হাসান, মিতু আক্তার, কায়কোবাদ, নাসিমা বেগম ও জহিরুল ইসলাম। এদের মধ্যে নাসিমা বেগম ও জহিরুল ইসলাম পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। অন্য চারজন বর্তমানে কারাগারে আছেন। এই মামলায় ৩০ জনকে সাক্ষী করা হয়েছে। এছাড়া মোতাহার হোসেন, সুজন দাশ, শফিকুল ইসলাম ও হেদায়েতুল ইসলামের সঠিক নাম ঠিকানা না পাওয়ায় অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। এরআগে গত ২৯ জানুয়ারি কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের পশ্চিম মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মো. আবদুল্লাহ (১১) নিখোঁজ হয়। পরে মুঠোফোনে তাকে অপহরণের দাবি করে দুই দফায় দুই লাখ টাকা নেয় অপহরণকারীরা। এরপরও ২ ফেব্রুয়ারি আবদুল্লাহদের বাড়ির মাত্র ১০০ গজ পশ্চিমে মোতাহার হোসেনের বাড়ির একটি কক্ষ থেকে প্লাস্টিকের ড্রামে ভরা আবদুল্লাহর গলিত মৃতদেহ উদ্ধার হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top