সকল মেনু

মুন্সীগঞ্জে কোটি মিটার কারেন্ট জাল জব্দ

৪৫.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৯ মার্চ : মুন্সীগঞ্জে দু’টি কারেন্ট জাল ফ্যাক্টরি থেকে এক কোটি ছয় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

এ সময় ওই কারখানার ছয় কর্মচারীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের এই অভিযানে অংশ নেয় র্যা ব-১১।

মঙ্গলবার দুপুরে মুক্তারপুর বিসিক শিল্প নগরীতে ওয়াল্টন ইন্ডাস্ট্রিজ থেকে  ৫৫ লাখ মিটার জালসহ তিন কর্মচারী এবং নিউ রূপসা ফ্যাক্টরী থেকে ৫১ মিটার জালসহ তিন কর্মচারীকে আটক করা হয়। তবে কোন মালিক পাওয়া যায়নি। পরে ওয়াল্টন ইন্ডাস্ট্রিজকে ২৫ হাজার এবং মিথ্য তথ্য দেয়ায় রূপসাকে ৩০ হাজার টাকা সর্বমোট ৫৫ হাজার টাকা জমিরানা করে কর্মচারীদের ছেড়ে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দকী জানান, পরে পার্শ্ববর্থী  নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী তীরে জালগুলো বিনষ্ট করা হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top